News Details

ডিএনসিসি এলাকার ভবনের ছাদ মনিটরিংয়ে ড্রোনের ব্যবহারের কাজ করছে জিও প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট (জিপ্যাড)।

এই সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউর রহমান দেশ রূপান্তরকে বলেন, ডিএনসিসি মশার প্রজনন কার্যক্রম মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি গ্রহণ করছে। এই ড্রোনের মাধ্যমে দুটো বড় সমস্যার সমাধান করা যায়। প্রথমত, বহুতল অনেক ভবনের ছাদে ওঠা মশককর্মীদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। দি¦তীয়ত, অনেক ভবনমালিক কর্মীদের বাসার ছাদে উঠতে দিতে চান না। ড্রোন প্রযুক্তির ব্যবহারের ফলে এই সমস্যার সমাধান মিলছে।

যেসব ভবনের ছাদে পানি জমে থাকবে, সেগুলো নিয়ে জিআইএস ডেটাবেইস তৈরি করা হবে। এরপর শুধু ওই ভবনগুলো সিটি করপোরেশনের মশককর্মীরা|

https://lnkd.in/garGmRgQ


ডিএনসিসি এলাকার ভবনের ছাদ মনিটরিংয়ে ড্রোনের ব্যবহারের কাজ করছে জিও প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট (জিপ্যাড)।